সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু
ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বলৎকার মামলার পলাতক আসামি ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার সহযোগী অবৈধ জাল ব্যবসায়ী হাসান মাস্টারকেও আটক করা হয়।
১৮ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যা ৬টায় (১৮০০ ঘটিকায়) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাষ্টারহাট বাজার এলাকার ব্যবসায়ী মোঃ হাসান মাস্টার ও তার দোকানের কর্মচারীকে আটক করা হয়। তাদের গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ জালের পরিমাণ প্রায় ৭০ লক্ষ মিটার, যার বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি ৫০ লক্ষ টাকা। পরবর্তীতে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অবৈধ কর্মকাণ্ড রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।