খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় ইয়াবাসহ শাওন পাল (৩৫) নামের একজন রাজনৈতিক নেতা ও সরকারি কলেজের কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ জুলাই শনিবার রাত ৯টার পরে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ গলাচিপা পৌরসভার আনন্দ পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাওন পালের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত শাওন পাল পটুয়াখালী জেলা ছাত্র লীগের সহ-সভাপতি এবং গলাচিপা সরকারী ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, আটক শাওনের দেহ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ মাদকের মূল হোতা বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়রা অনেকেই জানান, শাওন পাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনিই এলাকার মাদকের মূল হোতা। ধরা ছোঁয়ার বাইরে থেকে তিনি এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।
একজন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী এবং রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি মাদকসহ ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।