রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নি*হত

নাটোরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি!

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর

জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের  প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ সংবাদকর্মী।এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গণমাধ্যমকর্মী সজিবুল হৃদয় জানান,‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। এরই জের ধরে গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে। এর পরেরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে হৃদয়ের মোবাইল কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং সাংবাদিকতা নিয়ে নানা অশ্লীল কথা বলেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? কোন নিউজে যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত সহায়তা নেয়া যাবে, আপনি হুমকি ধামকি দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মুনজুর। পরে তিনি বলেন  আপনি নিউজ করে দেন সমস্যা নেই। বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা