-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বি. এস. বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো. শওকাত আলী। সংবর্ধিত অতিথি ছিলেন লেখক ও গবেষক শাহি সুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, শিক্ষক ও লেখক শেফালী দাস। মূল আলোচক ছিলেন অধ্যাপক মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। কর্মশালায় বিদ্যালযের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মূল আলোচক তার বক্তব্যে প্রমিত বাংলা বানান ও উচ্চারণ নিয়ে আলোচনা করেন। অতিথিবৃন্দ ছায়ানীড়ের এই কর্মশালার ভূয়শী প্রশংসা করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।