-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
”গাছ লাগান,পরিবেশ বাঁচান- পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
হেমনগর শশীমূখী,গার্লস স্কুল ও বেড়াডাকুরী স্কুল, পৌরসভার মান্নান মেমোরিয়াল,সূতি সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী/২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন -দেশের জনগন ঐক্যবদ্ধ হয়ে যদি বিএনপিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে তাহলে একমাত্র বিএনপিই পারে দেশকে স্থিতিশীল করতে। তিনি আরো বলেন -দেশের বর্তমান এই মূহুর্তে এখন সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে। উপজেলা বিএনপির সহযোগিতায় ১৭ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে কৃষিবিদ প্রিন্স রহমান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।
কৃষিবিদ ফয়সাল আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমূখ।
প্রধান অতিথি এসময় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
শিক্ষক-কর্মচারী,ছাত্রছাত্রী ও
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।