রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নি*হত রাজশাহীতে খাদ্য বিভাগের গাফিলতি : ডিসি ফুড ও আরসি ফুডের ছত্রছায়ায় লুটপাট ঝিনাইদহে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের র‌্যালি ও স্মারকলিপি পেশ

অবশেষে আট মাস পর গলাচিপায় বিচারক নিয়োগ, স্বস্তিতে সাধারন মানুষ

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ ডিসেম্বর গলাচিপার দায়িত্বপ্রাপ্ত বিচারক বদলি হওয়ার পর টানা আট মাস ধরে এ আদালতে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ফলে গলাচিপা ও পাশ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার সাধারণ বিচারপ্রার্থী মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়।

অবশেষে গত ২৫ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-১ এর উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গলাচিপায় নতুন বিচারক নিয়োগের ঘোষণা আসে। নিয়োগপ্রাপ্ত বিচারক হলেন আবদুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে খুলনায় সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্রে জানা গেছে, তিনি খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বিচারক নিয়োগের খবর ছড়িয়ে পড়লে গলাচিপা অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও সিনিয়র আইনজীবী মো. মোকলেছুর রহমান বলেন, “দীর্ঘ আট মাস ধরে সাধারণ মানুষকে ন্যায়বিচার পেতে দূরদূরান্তে ছুটতে হয়েছে। অবশেষে নতুন বিচারক নিয়োগ হওয়ায় আমরা অত্যন্ত স্বস্তি অনুভব করছি। আশা করি নতুন বিচারকের যোগদানে বিচার প্রার্থীরা দ্রুত ও ন্যায়সংগত বিচার পাবেন।”
সাধারণ মানুষের আশা, এই নিয়োগের মাধ্যমে ভোগান্তির অবসান ঘটবে এবং বিচারপ্রক্রিয়া হবে আরও সহজ ও গতিশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা