শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা

সীমানা পরিবর্তনে ক্ষুব্ধ কাউন্দিয়া ইউনিয়নবাসী, আন্দোলন ও ভোট বর্জনের হুমকি

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব অনুযায়ী ঢাকা-১৪ আসন থেকে কাউন্দিয়া ইউনিয়নকে বাদ দিয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে চরম ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এ সিদ্ধান্তে তারা শুধু বিস্মিতই নয়, বরং আন্দোলন এবং ভোট বর্জনের হুমকি দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর পাশাপাশি ঢাকা-২ আসনে কাউন্দিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকা নতুনভাবে যুক্ত করার প্রস্তাব এসেছে।

রবিবার ২ আগস্ট এই খসড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা বলছেন, তারা দীর্ঘদিন ধরেই ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছেন। এখান থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হলে তাদের দৈনন্দিন যাতায়াত, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পেতে মারাত্মক অসুবিধায় পড়তে হবে।

বিএনপি নেতা সোহেল খান বলেন,
“কাউন্দিয়া ইউনিয়নের মানুষ প্রতিদিন মিরপুরের সঙ্গে যোগাযোগ রাখে মাত্র ৫ টাকায় নদী পার হয়ে। স্কুল, কলেজ, হাসপাতাল সবই মিরপুরকেন্দ্রিক। এখন যদি কাউন্দিয়াকে ঢাকা-২ এ পাঠানো হয়, তাহলে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। মানুষ দুর্ভোগে পড়বে।”

প্রবীণ স্থানীয় ভোটার আব্দুল খালেক বলেন,
“আগে যখন সাভারে ছিলাম তখন কোনো উন্নয়ন দেখিনি। এখন শান্তিতে আছি। আবার যদি পুরনো জায়গায় পাঠানো হয়, তাহলে বঞ্চনার শিকার হবো। প্রয়োজনে আমরা ভোট বর্জন করবো।”

স্থানীয় সাংবাদিক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ বলেন,
“ঢাকা-১৪ আসনে যুক্ত হওয়ার পর কাউন্দিয়া ইউনিয়নে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি—সবকিছুতেই অগ্রগতি এসেছে। আমরা এখানেই থাকতে চাই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আগামীকাল আনুষ্ঠানিক আপিল করবো।”

দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৪ আসনের সম্ভাব্য প্রার্থী এস এ সিদ্দিক সাজু বলেন,
“কাউন্দিয়া থেকে ঢাকা-১৪ এর দূরত্ব মাত্র ৩০০ ফিট, অথচ ঢাকা-২ এর দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। জনস্বার্থেই এই ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৪ তে রাখা উচিত। নয়তো যোগাযোগব্যবস্থা দুরূহ হবে, ব্যয়ও বাড়বে। নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হবে সাধারণ মানুষ।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত খসড়া সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে কমিশন।

এদিকে কাউন্দিয়া ইউনিয়নবাসী সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি না মানা হলে তারা গণআন্দোলন এবং ভোট বর্জনসহ কঠোর কর্মসূচিতে নামবেন। তারা চায়, আবারও যেন ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা