রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ ঘোড়ার গাড়িতে ঝাঁকঝমক বিদায় — প্রিয় শিক্ষক আনিসুর রহমানকে ময়মনসিংহের অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে —হাসান মামুন জলঢাকায় ‘আটাশ অক্টোবর’ স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রামের রাউজান থানার নওয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত বিদেশী সিগারেট উদ্ধার; ০৩ চোরাচালানী গ্রেফতার: বগুড়া শেরপুর নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১,৫০,০০০/- (দেড় লক্ষ টাকা) জরিমানা… মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত–গলা বাঁধা শিশুর লাশ উদ্ধার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার: ধোবাউড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

থানায় স্বামীকে খাবার দিতে গিয়ে স্ত্রী গ্রেফতার, বিতর্কে ওসি হাফিজুল ইসলাম

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের হালুয়াঘাটে মঙ্গলবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক দৃশ্য। আগের দিন জমি-সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন আব্দুর রশিদ (৫৫)। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা বেগম স্বামীর জন্য টিফিন বক্সে ভাত-তরকারি নিয়ে থানা ফটকে এসে দাঁড়ান। কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তার, স্বামী না খেয়ে আছে, শুধু খাবারটা দিয়ে আসতে চাই।

কিন্তু মানবিকতার ন্যূনতম মূল্য না দিয়েই পুলিশ তাকে ধাক্কা দিয়ে থানার ভেতরে টেনে নেয়। খাবারের টিফিন হাতে নিয়েই গ্রেফতার হলেন নিরীহ এই নারী। এ সময় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই মামলার বাদি শরীফা খাতুন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যায় পুলিশ তার সাথে নিয়ে তদন্তে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে শরীফা নিজেই আব্দুর রশিদকে চড়-থাপ্পর দেন। রশিদ প্রতিবাদ করলে অনিচ্ছাকৃতভাবে এক পুলিশ সদস্যের গায়ে আঁচড় লাগে। মুহূর্তেই সমাধান হয়ে গেলেও পরে পুলিশ হঠাৎ করেই তাকে গ্রেফতার করে।

স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন বলেন,
শরীফা মাদক ব্যবসা করে আমাদের এলাকাকে নষ্ট করছে। অথচ তার কথায় নেচে পুলিশ নিরীহ পরিবারকে জেলে পাঠাল! এটা কোন ন্যায়বিচার?

প্রত্যক্ষদর্শী এক বৃদ্ধ আবেগভরা কণ্ঠে বলেন,
আজ যদি স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়া অপরাধ হয়, তবে কাল হয়তো থানার দিকে তাকানোই অপরাধ হয়ে যাবে।

ঘটনার পরপরই পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ থানার গেট ঘিরে ফিসফিস করতে থাকে,এ কেমন আইন? জনগণের বন্ধু পুলিশ নাকি প্রতিপক্ষ?
অনেকে বলেন, এ ধরনের আচরণ শুধু অমানবিক নয়, পুলিশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।

একজন নারী চিৎকার করে বলেন, আমরা যদি থানায় গিয়ে ন্যায়বিচার না পাই, তাহলে কোথায় যাবো? থানাই যদি হয় আতঙ্কের ঘর, তবে সাধারণ মানুষের বাঁচার উপায় কোথায়?

এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি হাফিজুর ইসলাম হারুন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে শুধু বলেন, দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে না পৌঁছানো পর্যন্ত কিছু বলা যাবে না।
তার এই গা-ছাড়া উত্তর জনতার ক্ষোভকে আরও উসকে দিয়েছে। স্থানীয়দের ভাষায়, ওসি যেন মানুষ নয়, ক্ষমতার অহংকারে অন্ধ এক শাসক।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ঘটনা শুধু আইন নয়, মানবতারও চরম অবমাননা। কোনো নারীকে বিনা অপরাধে গ্রেফতার করা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আইন রক্ষকরা যদি এভাবে আইন ভাঙেন, তবে দেশে সাধারণ মানুষ কোথায় যাবে?

স্থানীয়দের দাবি ওসি হাফিজুর ইসলাম হারুন ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। নিরপরাধ নারীকে গ্রেফতারের দায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হোক।থানাকে আতঙ্ক নয়, মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে।

হালুয়াঘাটের এই ঘটনার পর জনমনে একটাই প্রশ্ন, এটা কি আইন-শৃঙ্খলা রক্ষার নাম, নাকি ক্ষমতার দম্ভে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা