মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে থাকা শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে দুইতলা ভবনের ওপর পড়েছে। এ সময় আহত হয়েছেন ভবনটি নিচে থাকা গল্পঘর নামে রেস্টুরেন্টের একজন কর্মী।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে পাশেই থাকা দুই তলা ভবনের ওপর।
ভবনটির মালিক মঞ্জুর হোসেন টুটুল জানান, ভবনের নিচতলায় তার একটি রেস্টুরেন্ট রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিলেন। এসময় গাছটি উপড়ে পড়ে তার ভবনের ওপর। রেস্টুরেন্টের অনেক ক্ষতি হয়েছে। রেস্টুরেন্টের এক কর্মী আহত হয়েছেন। উপড়ে পড়া শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধ্বসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।