মোঃ সোহেল রানা জয়ের রিপোর্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কষ্টি পাথরের তৈরি এক মূল্যবান মূর্তি সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে পলাতক আসামি মিরাজ ফকিরের টিনের ঘরে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—শাহিন আলম ও আমিরুল ইসলাম।
র্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত দামী এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।