বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে গণ-জোয়ার সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে ব্যাপক গণসংযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন ও অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান গলাচিপায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুর মডেল থানায় নতুন ওসি মোঃ আসাদউজ্জামানের যোগদান চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির পথসভা: জনসমাগমে মুখর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড রূপনগরে আইনপ্রহরী — ওসির সাহসী নেতৃত্বে গ্রেফতার ৭, শান্তির বার্তা পৌঁছে দিলেন মাসুদ নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হরিণাকুন্ডুতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, প্রেস ক্লাবের নিন্দা কাশিমপুরে তরুণীর মৃত্যু । পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন। ঝিনাইদহের হুমোদার বিলে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবককে বেধড়ক মারপিট—হাতে ভাঙন, হাসপাতালে ভর্তি মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা ৬৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা-৫ আসনে নির্বাচন প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা গলাচিপায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক

মোঃ শফিকুর রহমান

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীর-এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ- ফুটবলার, ক্রিকেটার বা দাবাড়ু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেন। আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। মনন রেজা নীরের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

দাবাড়ু মনন রেজা নীর সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওয়ার্ল্ড কাপে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই সময়ে আমার পাশে থাকার জন্য আমি বিএনপি ও তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমিনুল হক এর আগে ক্ষুদে ফুটবলার মুনতাহাসহ একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদের বাসায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আমরা চাই আগামী বাংলাদেশে খেলাধুলার প্রতিটি অঙ্গন নতুনভাবে আলোকিত হোক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা