স্টাফ রিপোর্টার, মোঃ নেছার উদ্দিন
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে নিরাপদ সড়ক আন্দোলনে নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ রোকনুজ্জামান খান।
তিনি বলেন—
“সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়েই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সোয়াইব, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ মিয়া, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ— মোঃ জাকির হোসেন মোল্লা (দৈনিক সমকাল), মোঃ রেজাউল করিম (যায় যায় দিন) সভাপতি আমতলী প্রেসক্লাব, এস.এম. সুমন রশিদ (বাংলাদেশের খবর ও জনতা), সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখা, মাওলানা মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখা, মোঃ রিপন মুন্সী (আলোকিত সকাল), এস.এম. নাসির মাহমুদ ও সাজ্জাদ আহমেদ শরীফ (বাংলাদেশের আলো) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম, সভাপতি আমতলী প্রেসক্লাব।