নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
রবিবার বিকেলে গাবতলীর হানিফের মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামের ভিআইপি গেটে এসে শেষ হয় এ কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
পুরো পদযাত্রা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। এসময় তারেক রহমানের ৩১ দফার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এস এ সিদ্দিক সাজু বলেন, “দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন, ও জনগণের ক্ষমতায়নের রূপরেখা নিহিত রয়েছে এই ৩১ দফায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দফাগুলো বাস্তবায়ন করা গেলে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। জনগণ বিএনপিকে বিজয়ী করবে— কারণ বিএনপি মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে।”
তিনি আরও বলেন,“বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, এবং তরুণ নেতৃত্ব তারেক রহমানের দল। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে জয়ী করতে হবে।”
এ সময় নেতারা আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ডিএনসিসি ৯ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম সাইদুল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ রাজীব আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাকী বিল্লাহ বাকী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আইয়ুব আলী, ঢাকা মহানগর উত্তর যুবদল আহ্বায়ক সদস্য সোহেল রহমান, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোখলেসুর রহমান মোখলেস, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দপ্তর মোঃ কাজী কাওসার, মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন, দেলোয়ার হোসেন দুলু, আবুল বাশার ভূইয়া, যুগ্ন আহবায়ক আবু তালেব,শহিদুর রহমান এনা,শাহ আলী বিএনপির আহবায়ক এস এম কায়সার পাপ্পু, যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, মোঃ সোলায়মান দেওয়ান, শামসুল কবির, আজাদ উল্লাহ আজম, মিজানুর রহমান মিজান, জয়নাল আবেদিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টন, দারুসসালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক সায়েম মন্ডল, বাবুল মিয়া, সোহেল খান, হুমায়ুন কবির, মোস্তফা বেপারী, আবুল কালাম, আমানউল্লাহ, ইকবাল মাহমুদ রিপন, আকসাদুর রহমান নাসিম, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম, সাভার থানা যুবদলের সহ সভাপতি মঞ্জু মোল্লা, রূপনগর থানা বিএনপির সদস্য ইউসুফ মাদবর, বিএনপি নেতা মমিন মাদবর, করিম মাদবর, বীথী বেগম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে মিরপুরের শাহ আলী, দারুস সালাম, রূপনগর (আংশিক), কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা-১৪ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মহিলা দল, ওলামা দল, জাসাস, মৎস্যজীবি দল, তাঁতী দল, জিসাস, জিয়া মঞ্চ, জিয়া স্মৃতি সংসদের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।