সোনারগাঁ প্রতিনিধি: মুহাঃ সানাউল্লাহ বেপারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) এমপি প্রার্থী, প্রিন্সিপাল ড.মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন,উন্নত, ন্যায়ভিত্তিক, সন্ত্রাস ও মাদকমুক্ত সোনারগাঁ গড়তে আমি অঙ্গীকারবদ্ধ। জনগণের ভালোবাসায় যদি এমপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে উন্নয়ন, ন্যায় ও নৈতিকতার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।
২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার তিনি এক বিবৃতিতে সোনারগাঁবাসীর উদ্দেশে বলেন, জনগণের জীবনমান উন্নয়নে তিনি বাস্তবভিত্তিক কয়েকটি মৌলিক সংস্কার বাস্তবায়নে কাজ করবেন।
প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসাইন ভূঁইয়ার ঘোষিত মৌলিক সংস্কারসমূহ:
১. শিক্ষা উন্নয়ন: শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা পুনঃপ্রতিষ্ঠা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার।
২. স্বাস্থ্য সেবা: মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে কার্যকর করা।
৩. যোগাযোগ ব্যবস্থা: রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করা।
৪. কর্মসংস্থান: তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী উদ্যোক্তাদের সহায়তা ও স্থানীয় শিল্পের উন্নয়ন।
৫. নালা ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা দূরীকরণে নালা ও খাল সংস্কার এবং পরিবেশ রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ।
৬. দুর্নীতি ও মাদক নির্মূল: দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকমাফিয়ামুক্ত সোনারগাঁ গঠন।
৭. গ্যাস সরবরাহ: বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা, অবৈধ সংযোগ বন্ধ এবং নিরাপদ জ্বালানি ব্যবস্থার প্রচলন।
প্রিন্সিপাল ড.মো. ইকবাল হোসাইন ভূঁইয়া আরও বলেন, “আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ, সততা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমেই একটি উন্নত সোনারগাঁ গড়া সম্ভব।”