এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান (২৮) নি*হত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নি*হত হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।