সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ-মুজাফফর হোসেনের ফেসবুকে আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট করাকে কেন্দ্র করে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আজ(০৯/০৯/২০২৫)সেপ্টেম্বর মঙ্গলবার থানায় জিডি করেন।তিনি জিডি নোটে (ওসি) মোজাফফর হোসেন বলেন। আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে হ্যাক করে পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যমে থেকে পাওয়া স্ক্যান শর্টে দেখা যায় যে, রেগুনি রংয়ের ব্যাংক গ্রাউন্ডে শুভকামনা ২১,১৭,০৮,লেখা পোস্ট পচার হচ্ছে। বিষয়টি আমি(প্রশাসনও অর্থ)কে অবগত করি।কে বা কার পোস্ট করেছে আমার জানা নেই। এর পিছনে নিশ্চয়ই রহস্য রয়েছে বলে ওসি জান।
ফেসবুক আইডির হ্যাকার কে শীঘ্রই আইনের আওতায় আনা হওক।এবং হ্যাকার কে কঠিন শাস্তি দেওয়া হওক।পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে দেখিতে পাইনি। আমি আমার সরকারী আইডি সদর থানা ব্রাহ্মণবাড়িয়া তে হ্যাক করার বিষয়টি অবগত করে পোস্ট দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।