স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
মিরপুরে বিক্ষোভ মিছিল — দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবি ছাত্রসমাজের।
সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থীকে ধর্ষণের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবিতে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিরপুর ১২ নম্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১০ নম্বর পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভকারীরা পুনরায় ১২ নম্বরের দিকে ফিরে আসে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা একস্বর “Say No To Rape” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের অপরাধের দ্রুত বিচার না হলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে, শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।”
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিকদের বলেন,
> “আমাদের একটাই দাবি—বিইউপি শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস সার্ভিস চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”
বক্তারা আরও বলেন, ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর না হলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ঘটনার বিচার না হলে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। পুরো কর্মসূচিতে এলাকাবাসীও সংহতি প্রকাশ করেন।