সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান

মোঃ শফিকুর রহমান

রাজধানীর প্রাণকেন্দ্র মিরপুরে অনুষ্ঠিত হলো মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উৎসব ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, কলমযোদ্ধা ও সমাজসেবক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, একই সঙ্গে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান-কে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিশেষ সম্মাননা স্মারক” প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বর্ণাঢ্য এই আয়োজনের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর ক্রমান্বয়ে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন— “খান সেলিম রহমান একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। সত্য ও ন্যায়ের পথে থেকে তিনি দীর্ঘদিন ধরে কলমকে ব্যবহার করছেন সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।”

“বর্তমান সময়ে সাংবাদিকতা পেশাকে মর্যাদার স্থানে রাখতে যেভাবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা তরুণ সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”

বিশেষ সম্মাননা প্রাপ্তির পর নিজ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন—

“মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রাপ্তি আমার জন্য এক গভীর অনুপ্রেরণার মুহূর্ত। আমি এই সম্মাননাকে শুধু ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে নয়, বরং সকল সেই সহকর্মীদের প্রতি উৎসর্গ করছি— যারা সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতা করে যাচ্ছেন।”

“সাংবাদিকতা আমার নেশা ও পেশা— মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। সমাজ ও দেশের উন্নয়নে কলমের মাধ্যমে সত্য প্রকাশের এই লড়াই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে চাই।”

অনুষ্ঠান শেষে কেক কাটা, স্মারক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উৎসব শেষ হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যারা সুন্দর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা