আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধ
নীলফামারী জলঢাকা পশ্চিম কাঠালী আদর্শ পাড়া ভয়াবহ অগ্নিকাণ্ড বিপুল পরিমাণ অর্থ এবং
গরু ছাগল ধান পাট শস্য সব মিলে ২০
থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সারজমিনে গিয়ে,
মিনাল চন্দ্র রায় ( ৪০) পিতা-মৃত ভেদাই চন্দ্র রায়,
হরি কান্ত রায় শিক্ষক পশ্চিম কাঠালী এস, সি, উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক (৫৫) পিতা মৃত ভেলাই চন্দ্র রায়, বাড়িতে আগুন লাগে
খতির বিবরণ : মৃণাল চন্দ্র রায় এর ৬ টি গরু ৫ থেকে ৭ টি ছাগল ধান পার্ট শস্য বাদাম তাহা চার-পাঁচটি ঘর বশীভূত হয় আগুনে পুরে তিনি এখন নিঃস্ব এবং তিনি স্ত্রী পুত্র সন্তান নিয়ে কিভাবে থাকবে তার কোন জায়গা নেই
উনার ক্ষয়ক্ষতি আনুমানিক ২০ লক্ষ টাকা
হরিকান্ত রায় ( ৫৫) পশ্চিম কাঠালী এস সি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক তিনটি ঘর আসবাবপত্র
কাপড় ধান চাল মুরগি গরু ঘরে আনুষাঙ্গিক জিনিসপত্র সহ ৫পাঁচ লক্ষ টাকা আগুনে পুড়ে যায়
প্রত্যক্ষদর্শী মানিক চন্দ্র ভূপেনচন্দ্র মুকুল চন্দ্র প্রদীপ কুমার সহকারি শিক্ষক তখন সময় রাত ৮টা
জলঢাকা ফায়ার সার্ভিস কে ফোন দিয়ে তারা আগুন নিভাতে ব্যস্ত থাকে
৮,২০ মিনিট মধ্যেই সেখানে উপস্থিত হয়ে আগুন নিবারণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জলঢাকা উনারা ২ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিভানোর চেষ্টা চালাই কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আগুনটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে তারপরে ২,৩০ পর আগুন নিয়ন্ত্রণে আসে
তাৎক্ষণিক উপস্থিত হয়ে পল্লী বিদ্যুৎ নীলফামারী জেলা জলঢাক উপজেলার কর্তৃপক্ষ সেখানে এসে তারা লাইনটি বিচ্ছিন্ন করে দেন
এলাকার লোকজন জানায় আগুনটি লেগেছে শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ ট্রান্সফর্মার আগুনটি লাগার পরে আগুনটি ছড়িয়ে পড়ে,
উল্লেখিত আগুন লাগার কথা শুনতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন,
বাংলাদেশ জামাতে ইসলাম জেলা নীলফামারী সুরা সদস্য জলঢাকা আসনের এমপি পদপ্রার্থী
মাওলানা মোহাম্মদ
আব্দুল্লাহ সালাফি, তিনি বলেন এই তিল তিল করে গরে ওটা পরিবার গুলো আজকে তুলিস স্বাদ হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারব না জামাতে ইসলাম আপনাদের পাশে আছে এবং থাকবে,
জলঢাকা জামাতে আমির মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান (মাস্টার)
কাঁঠালি ইউনিয়নের জামায়েতের রোকন বিপ্লব ইসলাম আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আমার এই সনাতনী ভাইদের বাড়িতে আগুন লেগেছে আমরা সুনামাত্রই ছুটে এসেছি জামাতে ইসলাম কোন জাত ধর্ম বিচার করে না সবাই আমরা ভাই ভাই আমরা আপনাদের পাশে আছি থাকবো
মোঃ সৈয়দ আলী জলঢাকা আসনের বিএনপি এমপি পদপ্রার্থী
শোকার্ত পরিবারের মাঝে সান্তনা ও
সমবেদনা জানা,
আরো স্থানীয় বিএনপি ও অঙ্গ নেতৃবৃন্দ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো এই প্রতিশ্রুতি
এবং কিছু আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ বিএনপি আপনাদের পাশে আছে থাকবে চিরদিন আমরা আপনাদের পাশে আছি,
উপস্থিত ছিলেন
হিন্দু-বৌদ্ধ উপরিষদের সদস্য বাবু নিমল রায় উপস্থিত ছিলেন
স্থানীয় ইউপি সদস্য নন্দ চন্দ্র রায় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন
স্থানীয় সেখানে হাজার হাজার লোকের সমাগম ছিল সবাই প্রত্যক্ষদর্শী
বিশেষভাবে উল্লেখযোগ্য :
জলঢাকা নীলফামারী ওসি সাজ্জাদ ইসলাম সহ,
রাজু সরকার পুলিশ পরিদর্শক (ন)
ইনচার্জ মীরগঞ্জে হাট পুলিশ তদন্ত কেন্দ্র
এস আই এ এস আই ও কনস্টেবলরা উপস্থিত ছিলেন সবাই শোকাহত পরিবারের মাঝে সমবেদনা বিদায় কথা বলেন আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে সরকারের উচ্চ মহলে কথা বলে এই আগুনে পোড়া পরিবারদের সাহায্য সহযোগিতা করব