এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিচ টেপেন্টা ট্যাবলেটসহ স্টেশন পাড়ার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোছাঃ মুন্নি খাতুন (৫৫), যার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
২। মোঃ সোহেল (২২), যার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
৩। মোছাঃ লিজা খাতুন (৩০), যার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
৪। (চতুর্থ ব্যক্তির নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি)।
এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ টেপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।