এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এসময় গোবিন্দপুর গ্রামের সাদেকুর ও লালন নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবাসহ মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।