মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই প্রাইভেটকার থেকে প্রায় ১বব লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা :

দূর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন জাদরান

রাজশাহীর বহুল আলোচিত সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটির ঘোষণা করা হয়েছে। গত ০৮.০৭.২০২৫ ইং তারিখে ( রোজ মঙ্গলবার) বিভাগীয় প্রেসক্লাব অফিসে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ আরিফের সভাপতিত্বে এবং বিভাগীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আলামিন হক বিজয়ের সঞ্চালনায় কমিটি ঘোষণায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান (শুভ),সহ-সাধারণ সম্পাদক আব্দুল বশির ডলার, সাংগঠনিক সম্পাদক ১ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ২ মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু প্রচার সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ মৌসুমী আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাহাত আলী সহ রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ।
দুর্গাপুর উপজেলার পূর্ণাঙ্গ শাখা কমিটিতে সভাপতি মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন হক বিজয়, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মুন্না ইসলাম আগুন, সাধারণ সম্পাদক মোঃ মমিন জাদরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল শামস্ (সবুজ), ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আকাশ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকাশ ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম শাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম রবি মাস্টারকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ বলেন,“গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের দুর্গাপুর উপজেলার শাখা কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্র কাঠামোকে সুসংগঠিত করে সঠিক পথে পরিচালনার জন্য একজন গণমাধ্যম কর্মীর বস্তুনিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করা এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া একজন আদর্শ সাংবাদিকের কাজ। সৎ ও নিষ্ঠার সাথে তথ্য সংগ্রহ করে সংবাদ উপস্থাপনের জন্য সকল সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা অভিমত জানান যে, এই ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা