মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির কারণে দ্বিতীয় দিনের মতো কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। রবিবার সকাল থেকে কাস্টমস হাউজের প্রধান ফটক বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে বন্দর কার্যক্রম।
ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। ফলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রায় ৫০০ পণ্যবোঝাই ট্রাক দুইদিন ধরে আটকা রয়েছে।
কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলতে অনীহা প্রকাশ করলেও জানা গেছে, দাবি আদায়ে তারা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ব্যবসায়ী ও শ্রমিকদের মতে, দ্রুত সমাধান না হলে এই অচলাবস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।