রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা । বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দিল্লিতে সাংসদদের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ জন গ্রেফতার: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ফরিদগঞ্জে বিএনপি’র গণসংযোগে জনস্রোত — ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে লায়ন হারুনুর রশিদ সাভারে বিইউপি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা দুর্গাপুরে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন:- সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে আল-কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দুর্নীতির অপরাধে সাময়িক বরখাস্ত

মোঃ নুরুজ্জামান প্রতিনিধি শার্শা থানা যশোর।

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি। গত ৭ অক্টোবর তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেফতার হয়েছেন, সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী সরকার তাঁকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এর আগে গত ৬ অক্টোবর বিকেলে দু’লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমা আক্তারকে গ্রেফতার করা হয়।

যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় গত ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়’।

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার, হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

উপপরিচালক সালাহউদ্দীন বলেন, যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা