মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই প্রাইভেটকার থেকে প্রায় ১বব লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানববন্ধন,দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি সাংবাদিক সমাজের।

সৈয়দ ওসামা বিন শিহাব ও এস এম রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত

বাগেরহাটে
দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাহসী সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন-কে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (০৬ অক্টোবর ২০২৫) রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের আয়োজনে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
আরো উপস্থিত ছিলেন—বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক,মোঃ শিহাব উদ্দিন,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এর সহ সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া তাপস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, মো. রাসেল মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, এস. এম. রফিক, প্রচার সম্পাদক সৈয়দ উসামা বিন শিহাব, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তন্ময় চৌধুরী,শারমিন আক্তার।

এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বৃহত্তর মিরপুর অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন “আজ যারা কলম ধরেন, তাদের রক্ত ঝরাতে চায় অন্ধকারের শক্তি। কিন্তু আমরা ভয় পাই না। সাংবাদিকদের কলম কখনো থেমে থাকে না। আমরা দাবি জানাই, হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়া তাঁর পরিবারের নিরাপত্তা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।”

তিনি রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের প্রতিটি সাংবাদিক যেন নিরাপদে কাজ করতে পারে, সে জন্য সাংবাদিক নির্যাতনবিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ করতে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। একজন সাংবাদিকের জীবন শুধু পরিবারের নয়, এটি জাতির বিবেকের প্রতীক।”

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা হায়াত উদ্দিন হত্যার বিচারের দাবি জানাচ্ছি। এটি প্রথম নয়। এর আগে বহু সাংবাদিক খুন বা নিখোঁজ হয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিচার হয়নি। এই সংস্কৃতি বন্ধ করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ একযোগে আন্দোলনে নামবে।”

বক্তারা আরও বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই প্রতিবাদ কেবল একটি সংগঠনের অবস্থান নয়, এটি পুরো সাংবাদিক সমাজের কণ্ঠস্বর। আমরা রাজনৈতিক স্বার্থে নয়, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলি। যারা সত্য প্রকাশে বাধা দেয়, তারা গণতন্ত্রের শত্রু।”

সাংবাদিক হয়ে আমরা ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দেন। পুরো মিরপুর এলাকা প্রতিবাদ ও ন্যায়ের দাবিতে মুখরিত হয়।

মানববন্ধনের এক পর্যায়ে নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বক্তারা বলেন, “একজন সাংবাদিকের কলমে জাতির বিবেক কথা বলে। তাই সাংবাদিকদের রক্তে রঞ্জিত পথ পরিষ্কার করতে হবে অন্যায়ের বিচার নিশ্চিত করে।”

হায়াত উদ্দিন বাগেরহাট জেলার সাহসী ও নির্ভীক সাংবাদিক ছিলেন, যিনি সামাজিক অন্যায়, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যু শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতারা জানান, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সবাই নিজনিজ অবস্থান প্রতিবাদ চালিয়ে যাবেন। তারা বলেন, “আমরা চাই না আর কোনো পরিবার তাদের প্রিয় সাংবাদিক সন্তান, বাবা, ভাই, বোনকে হারাক। সাংবাদিক হত্যা মানে গণতন্ত্র হত্যা, মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব।”

মানববন্ধন শেষে খান সেলিম রহমান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করুন। সত্যের পথে থাকুন। আমরা প্রতিটি সাংবাদিকের পাশে আছি। সাংবাদিকতা পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব— সমাজকে আলোকিত করার অঙ্গীকার। হায়াত উদ্দিনের রক্ত আমাদের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।”

শেষে সকলেই একবাক্যে বলেন— “সাংবাদিক হায়াত উদ্দিনের আত্মত্যাগ বৃথা যাবে না, তাঁর কলমের আলো আমাদের পথ দেখাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা