রাসেল মাহমুদ সিনিয়র রিপোর্টার:
বরিশালের মুলাদী থানাধীন কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুরে অবস্থিত আ. হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাইয়ুম হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ সম্ভব নয়। দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য। বর্তমান সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন দেশের প্রখ্যাত আলেমেদীন, কোটি তরুণের অনুপ্রেরণা ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান (কুয়াকাটা)। এছাড়াও অন্যান্য আলেমগণ মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মাহফিল শেষে লাখো মুসল্লীর অংশগ্রহণে ফিলিস্তিনের শান্তি, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে বিশেষ মোনাজাত করা হয়।