আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারী
সৈয়দপুরে শামসুন্নাহার (৬৫) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোহীলা পারভিনের বাসায় এ হত্যাকাণ্ড টি ঘটে। এ ভয়ানক হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু শামসুন্নাহারের বাসা ঢেলাপীর ডাঙ্গাপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১জুলাই মঙ্গলবার দুপুরে শামসুন্নাহারকে গুরুতরভাবে আঘাতপ্রপ্ত ও মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনাদানা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন শামসুন্নাহারের পরিবারের সদস্যরা। পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পাশবিক। এলাকাবাসীরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়ি ঘিরে তদন্ত শুরু করেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম
উদ্দিন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে এটি চুরি-সংক্রান্ত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”