আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর ভাড়াটিয়া হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে পুলিশ ১ জনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছে।
সোমবার ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার করেছেন।
এদিকে সাংবাদিকদের বিভেদের ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় সাংবাদিক গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা এনএসআই’র উপ-পরিচালক আসাদুজ্জামান, ডিজিএফআরই’র সহকারী পচিালক মামুনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, অপর গ্রুপের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনিসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
এদিকে, জেলা প্রশাসন কর্তৃক আগামী ৮ জুলাই নির্বাচন কমিশন গঠণের প্রতিশ্রুতিতে প্রেসক্লাবের সকল কর্মসুচি আপাতত স্থগিত করা হয়েছে।