মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে বড়ইউড়ির নিজ ইউনিয়ন অফিসের সামন থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার অভিযানে অংশগ্রহণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে জুলাই-আগস্ট আন্দোলনে বানিয়াচংযে ভয়াবহ আন্দোলনে ৯ছাত্রজনতাসহ এক পুলিশ নিহত হন। উত্তেজিত জনতা থানা আক্রমন করে আগুন দিয়ে জালিয়ে দেয়। এরপর পুলিশ নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১টি ও জনতার পক্ষ থেকে নাইন মার্ডার সহ একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় কয়েকশত মানুষকে আসামী করা হয়। ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, গ্রেফতারকৃত ফরিদ মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহার ভূক্ত আসামী। এতদিন তিনি পলাতক ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আহাদ মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।