আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় ট্যাক্সফোর্স ও বিজিবির অভিযানে আট লক্ষাধিক টাকার পন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, কালিয়ানী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির আভিযানে মধুর ঘের হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে কালিয়ানী মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চানদুরিয়া বিওপির আভিযানে কাদপুর হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি ও ভাদিয়ালী হতে ৪ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঘোনা বিওপির আভিযানে ঘোনা মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা।
এদিকে মঙ্গলবার ভোমরা ফল বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সুগন্ধা, বিজিবির পক্ষে ক্যাপ্টেন শাদমান সাকিব এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স ইয়ানা ফার্মেসী এর মালিক মোঃ সজিব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে বিধায় জনস্বার্থে বিজিবি’র এমন অভিযানকে সকলে সাধুবাদ জানিয়ে চলমান রাখার অনুরোধ জানিয়েছে।