বিশেষ প্রতিনিধি এস এম জসিম
চট্রগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ৩টি কার্তুজ ও ৩টি রামদাসহ বড়হাতিয়ার আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ১২ জুলাই রাতে বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আব্দুল্লাহ (২৩) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শপাড়ার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের পুত্র। অভিযান সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডের তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য মোঃ আব্দুল্লাহকে (২৩) আটক করা হয়। পরে আব্দুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডের একটি স’মিলে পুলিশের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি একনালা বন্দুক,৩ রাউন্ড কার্তুজ এবং ৩ টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় চলমান এই অভিযান অব্যাহত।