সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এক বিশেষ অভিযানে ৬০ জনকে আটক করেছে পুলিশ। ১৪ জুলাই (রবিবার) রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, তার থানা এলাকা থেকে ২৩ জন অপরাধীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতরা মূলত ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, তার থানা এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং অপরাধ দমনের লক্ষ্যেই চালানো হচ্ছে এবং এই অভিযান
অব্যাহত থাকবে।
পুলিশ জানায়- টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।