খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী অনুর্ধ্ব ২০ হাফিজদের নিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আই সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ও গলাচিপা উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. ইমাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা।
পটুয়াখালী জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত হাফেজ ক্বারী মাওলানা মো. আবু জাফর গিফারীসহ আরও দুইজন বিশিষ্ট আলেম।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীকে প্রদান করা হয় ৫০ হাজার টাকা। এছাড়া আরও অন্যান্য পুরস্কারও ছিল এবং অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্টও বিতরন করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার ও ডা. মো. ইমাম সিকদার।
সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার তার বক্তব্যে বলেন, “পবিত্র কুরআনের আলোকে সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সত্যিকারের বার্তা ধারণ করতে হবে।”
বিশেষ অতিথি ডা. মো. ইমাম সিকদার বলেন, “ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াত আমাদের নৈতিক মূল্যবোধকে দৃঢ় করে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।