সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাশে অজ্ঞাতনামা লা-শ উদ্ধার

দিদার আলম চট্টগ্রাম

গতকাল ২০/০৭/২০২৫ তারিখ অনুমান ৩টা ৪০ মিনিটে স্থানীয় লোকজন ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাশে ০১(এক) জন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পানিতে ভাসছে মর্মে সংবাদ প্রদান করেন। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), জনাব হোসাইন মোহাম্মদ কবীর ভুইয়া সহ সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন), জনাব কাজী মোঃ বিধান আবিদ ও অফিসার ইনচার্জ (ডবলমুরিং মডেল থানা), জনাব মোঃ বাবুল আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল, এসআই/মোঃ শহীদুল আলম পারভেজ ও সংগীয় ফোর্স সহ ইং ২০/০৭/২০২৫ তারিখ ১৬:০০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাড়ে উপস্থিত হয়ে ০১(এক) জন অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষনিক সিআইডির ক্রাইম সিন টিম এবং পিবিআইকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত অজ্ঞাতনামা ভিকটিমের গলিত মৃতদেহ পানি হতে উত্তোলন করা হয় । উক্ত অজ্ঞাতনামা ভিকটিমের মৃতদেহ গলিত, মস্তকবিহীন, দুই হাতের বাহুর কনুই এর নিচের অংশ নেই এবং বাহুর হাড় হতে মাংস গলে গিয়েছে, দুই পায়ের গোঁড়ালির নিচের অংশ গলে গিয়েছে এবং হাঁটুর নিচের অংশে মাংস বিহীন হাঁড় দেখা যায়; শরীরের বুক, পেট, পিঠ, নিতম্বের সমস্ত অংশ গলিত, পড়নে কালো সেলোয়ার এবং পিঠে ব্লাউজের মত অংশ বিশেষ পরিহত দেখা যায়। উক্ত অজ্ঞাতনামা মৃতদেহটি পুরুষ নাকি মহিলা তা বুঝা না গেলেও ভিকটিমের পড়নে কালো সেলোয়ার, পিঠের ব্লাউজের মত অংশ বিশেষ দেখে ধারনা করা হয় যে, উক্ত ভিকটিম আনুমানিক ২০-৩০ বছরের মহিলা । অজ্ঞাতনামা মৃতদেহটি দীর্ঘদিন যাবত পানিতে থাকায় মৃতদেহ গলে যায়। ভিকটিমের দুই হাতের বাহুর নিচের অংশ না থাকায় আঙ্গুলের ছাপ সংগ্রহ করতঃ ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে তাৎক্ষণিক ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি । পরবর্তীতে বাদী এসআই(নিরস্ত্র)/মোঃ শহীদুল আলম পারভেজ স্থানীয় সাক্ষীসহ অন্যান্য লোকজনের উপস্থিতিতে ২০/০৭/২০২৫ ইং তারিখ ৬টা ১০ মিনিটের সময় ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। অদ্যবদি ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি। ভিকটিমের পরিচয় সনাক্তের জন্য সিএমপি’র সকল থানা সহ আশপাশের জেলা সমূহে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা