মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
মাতৃ জগত পত্রিকায় কর্মরত স্টাফ রিপোর্টার ) সাংবাদিক মোঃ বাবুলের জেষ্ঠ পুত্র মোঃ ফজলে রাব্বি গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তার দ্রুত অপারেশন প্রয়োজন বলে জানিয়েছেন। এ অবস্থায় তার পরিবার এবং সাংবাদিক সহকর্মীরা উদ্বিগ্ন।
এ বিষয়ে সাংবাদিক বাবুল তার পুত্রের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমার ছেলে ফজলে রাব্বি এখন খুবই অসুস্থ, আমি দেশের সকল মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, মানুষের দোয়া এবং ভালোবাসাই একমাত্র শক্তি, যা তার সুস্থতা ফিরিয়ে আনতে পারে।”
সাংবাদিক বাবুলের পরিবার এবং সহকর্মীরা তার পুত্র ফজলে রাব্বির দ্রুত সুস্থতা কামনায় দোয়া । দেশবাসীও তার জন্য প্রার্থনা করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তার জন্য সবার শুভকামনা এবং দোয়া অপরিহার্য হয়ে উঠেছে, যেন তার শারীরিক অবস্থা দ্রুত ভালো হয়ে যায় এবং তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসেন তার পরিবারের কাছে।
এদিকে, ফজলে রাব্বির চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের । ভর্তি আছেন ৬ নম্বর ওয়ার্ড পুরান বিল্ডিং এর দোতালায়