এস এম রফিক স্টাফ রিপোর্টার
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন শিক্ষার্থীরা
মিছিলটি শুরু হয় মিরপুর সাড়ে এগারো থেকে রূপনগর আবাসিক শিয়ালবাড়ি ও মিরপুর ২ নাম্বার থেকে মিরপুর ১০ থেকে মিরপুর ১১ মিরপুর সাড়ে ১১ হয়ে দুয়ারীপাড়া বাইতুল সালাত জামে মসজিদ কমপ্লেক্স এসে শেষ হয় এর নেতৃত্ব দেন দুয়ারিপাড়া ইসলামী যুব সামাজ ফাউন্ডেশন সেক্রেটারি মাওলানা মোঃ মিজন মোঃ কামাল স্যার মোঃ দুলাল আরো অনেকেই উপস্থিত ছিলেনবিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন।