খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপায় ৭০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) সহ মো. আলিফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
সূত্রে জানা যায় গলাচিপা থানা এলাকায় পুলিশ রাতে ডিউটি পালন করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় লোক গোলখালী ইউনিয়নের বাদুরা গ্রামের ঢালীর বাজারে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিলে পুলিশের টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় আবু তালেব এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে পুলিশ আলিফকে ধরে ফেলে। তার কাছ থেকে ৭০০ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের অনুমান মূল্য আটাশ হাজার টাকা।
আরও জানা যায়, আলিফ মুন্সিগঞ্জ এর লৌহজং থানার বটতলা ইউনিয়নের কনকসার (বেদে পাড়া) গ্রামের মো. হালিম সরদারের পুত্র। তিনি বর্তমানে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামে তার নানা বাড়ীতে থাকেন। আলিফকে আজ অপরাহ্নে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সংক্রান্তে গলাচিপা থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান রাত্রিকালীন টহল জোরদার করা হবে। যাতে কোন মাদক ব্যবসায়ী দুর থেকে এ থানা এলাকায় আসতে না পারে। তদন্ত অব্যাহত আছে। মাদকের মূল হোতাদের বের করার চেষ্টা চলমান আছে।