বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম! জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। আটঘরিয়ার শিক্ষকের বেত্রাঘাত সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্নহত্যা,বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের শ্রীপুরের বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার খুলনায় দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

ইসকন নিষিদ্ধের দাবিতে গলাচিপায় ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

দেশে মুসলিম নারীদের ওপর ইসকন সংশ্লিষ্টদের নির্যাতনের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইমাম পরিষদ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গলাচিপা তহসিল অফিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ওলামা মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে আশামনি নামের এক নারীকে ধর্ষণ, টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে পরিকল্পিতভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতনের ঘটনাগুলো ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। বক্তারা অভিযোগ করেন, ‘ইসকন’ নামের হিন্দু উগ্র সংগঠনটি দেশে অরাজকতা সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম—কিন্তু বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এই সংগঠনটি দেশের শান্তিপ্রিয় মানুষদের উসকে দিতে চায়। তারা অবিলম্বে ইসকনের সংশ্লিষ্ট সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইউম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গলাচিপা তহসিল অফিস জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা জাকির হোসাইন, হেফাজতে ইসলাম সভাপতি হাফেজ মাওলানা দলিল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, এবং কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি হেদায়েতুল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হোসেন, জমিয়তুল মুদারিসিনের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মানসুরুল হক, উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম বাদল, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি সানাউল্লাহ সামীম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আখতারুজ্জামান, এবং কাসেমুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম সিদ্দিকী।

বক্তৃতা পর্ব শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠি গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

ইমাম পরিষদের নেতারা বলেন, “আমরা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কিন্তু যারা ধর্মীয় আড়ালে থেকে অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন চালায়—তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা