আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের এক বিশেষ সভা বুধবার (১৬ জুলাই) বিকেলে সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধুৃ, কাজী নসিরউদ্দীন, তৌফিকুজ্জামান লিটু, সোহরাব হোসেন, ফরহাদ হোসেন, আবু সাইদ, হোসেন আলী, সিরাজুল ইসলাম, নাজমুল আলম মুন্না, জামালউদ্দীন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবে নিরপেক্ষ একটি ভোটের দাবিতে আন্দোলন চলমান। তবে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে আন্দোলন সাময়িক স্থগিত রাখা হয়েছিল।
আগামী ২১ জুলাই তারিখের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হলে ২২ জুলাই সাংবাদিক সমাবেশের আয়োজন করা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।