মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামাকা পড়ের ভেতরে লুকিয়ে গাঁজা পৌঁছানোর চেষ্টা কালে ধরা পড়েছেন এক দর্শনার্থী। শেষ পর্যন্ত তিনিও এখন বন্দি!শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে মোঃ ফজলু মিয়া (পিতা: মোঃ মকবুল হোসেন, গ্রাম: মোহনপুর, সদর, হবিগঞ্জ) কারাগারে আটক এক বন্দির জন্য জামাকাপড় নিয়ে আসেন।কারা কর্তৃপক্ষ জানায়, তল্লাশির সময় একটি প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।ঘটনার পরপরই বিষয়টি জেল সুপারকে অবহিত করা হয়। তাৎক্ষণিকভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কারাগারেই পাঠিয়ে দেন।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।