আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় পৃথক ভাবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম নামের ১৮মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।
সে নগরঘাটা ইউনিয়নের বাগপাড়া গ্রামের মো: ফয়সাল হোসেনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম সকালে সাড়ে ৮টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
এ সময় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তার ও পরে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে ২নং ওয়ার্ড সদস্য নবীনওয়াজ সরদার বলেন, খবর পেয়ে জাফরুলের (শিশুটির দাদা) বাড়িতে নিজে যেয়ে ও গ্রাম পুলিশ পাঠিয়ে খোজখবর নিয়েছি।
অপর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের দেবনগর গ্ৰামে।
ওই গ্ৰামের মতিউর রহমানের ছেলে রাসেল হোসেন (৫) বাড়ির পাশ্ববর্তী ডোবায় ডুবে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে সকালে বাড়ির পাশে খেলা করছিল, নির্দিষ্ট সময়ে সে বাড়িতে না ফেরায় খুজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি ডোবায় উদ্ধার করা হয়।
তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার
সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
দুটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।