সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগনের জন্য কাজ করতে হবে, জনগনের খেদমত করতে হবে। জনগণের বন্ধু হিসেবে তাদের উপকারে আসতে হবে। সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু গত শুক্রবার ১৮জুলাই রাতে টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতি কর্তৃক আয়োজিত মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন -আওয়ামীলীগের সময়ে যারা অত্যাচার করেছে, নির্যাতন-নিপীড়ন করেছে, জুলুম করেছে, তাদের কিন্তু আমরা রক্ষা করবো না, কেননা জুলুমবাজদের কোন মাপ নাই। আর সাধারণ মানুষ যারা আওয়ামীলীগে ভোট দিতে পারে, আমারেও ভোট দিতে পারে, তাঁদের উপর চাঁদাবাজি ও জুলুম করা বন্ধ করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ও সমিতির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে গোপালপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি ও সমিতির সদস্য সচিব খালিদ হাসান উথানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন,শহর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা ছানোয়ার হোসেন ছানা, হুমায়ুন কবির প্রমুখ।
আগামীদিন থেকেই গোপালপুরে চাঁদাবাজি বন্ধ, নেশা খাওয়া ও মাতলামি বন্ধ।রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা সহ ক্রেতারা যাতে দূর থেকে নির্ভয়ে গোপালপুর আসতে পারে তার জন্য যা যা করণীয় তা করার আশ্বাস দিয়ে বণিকদের উদ্দেশ্য করে বক্তারা বলেন :দোকানে বাঁশি আর লাঠি রাখবেন।জুলুমবাজদের সঙ্গবদ্ধভাবে সবাই মিলে প্রতিরোধ করবেন।দেখি তাদের কে বাঁচাতে আসে।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির নেতৃবৃন্দ সহ সকল বণিক সদস্য সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা