লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২০২২-২৪ অর্থবছরের এসএসসি ও এইচ এসসি পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের (A+) সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার ও অধ্যক্ষ নেকমরদ সরকারি কলেজ মকবুল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- বেলাল উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে কৃতি ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন এবং আগামিতে তাদের সাফল্য অব্যাহত রাখার জন্য উৎসাহ ও পরামর্শ দেন। এইসাথে তিনি ২০২৪’র জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করার জন্য ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মোট ৩৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। প্রসঙ্গত এরমধ্যেই সরকারিভাবে তাদের নিজ নিজ একাউন্টে এসএসসি পর্যায়ে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার করে টাকা অনলাইনে দেয়া হয়।