বিশেষ প্রতিনিধি
শনিবার১৯/০৭/২৫ তারিখ সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন বাজারে অবৈধ জাল বিক্রেতাদের দোকানে ও উত্তর বাজার গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লালমোহন বাজারের ৪ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্ট এর আওতায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়। উক্ত যৌথ অভিযানে নৌবাহিনীর সদস্যবৃন্দ, উপজেলা মৎস কর্মকর্তা ও লালমোহন থানার পুলিশ সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। জব্দকৃত জাল বিনষ্ট করার জন্য নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
কারেন্ট জালঃ ৬৮,০০০ মিঃ
বেহুন্দী জালঃ ১,০৯,৬০০ মিঃ
মশারী জালঃ ১২,৮০০ মিঃ
রিং জালঃ ১৮০০ মিঃ
জিরো জালঃ ২১,০০০ মিঃ
পাই জালঃ ৬৬০০ মিঃ
পোয়া জালঃ ৮,০০০ মিঃ
মোট পরিমানঃ ২,২৭,৮০০ মিঃ
মূল্যঃ *প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা*