লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত (২১ জুলাই) সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান চালিয়ে চাঁদনী মাসুদ মোটরসাইকেল পার্টসের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- উপজেলার ভবানন্দপুর এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলাউদ্দিন (২৫)।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই (সোমবার) আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’