সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন রিফাত রশিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদের মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত ও আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে।সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে তিনি এসব কথা বলেন। আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে বলতে চাই সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার ও আহতরা জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।রিফাত রশিদ বলেন, ড. মোহাম্মদ ইউনূস বলি, আসিফ নজরুল বলি কিংবা উপদেষ্টাতে বসা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ বা মাহফুজ আব্দুল্লাহ মিলে আপনারা কেউই পার পাবেন না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।তিনি বলেন, জুলাইয়ের মধ্যে এ সনদ ঘোষণা করা হবে বলা হয়েছিল। অথচ এখন পর্যন্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হয়নি।তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারা দেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই, আর কোনো জায়গা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা