সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেলকুচির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আফরিন জাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাফিয়া সাবেরীন – উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. নাজমুল হাসান – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোলাম রেজা – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুস্তাফিজুর রহমান – উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঈমান আলী – উপজেলা আইসিটি কর্মকর্তা, জহুরুল ইসলাম – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেরামত আলী তালুকদার – সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখা, মুছা হাসেমি – উপজেলা ছাত্র প্রতিনিধি, এসআই হাসানুজ্জামান – বেলকুচি থানা, মাহমুদুর রশিদ শামীম – সহকারী সেক্রেটারি, বেলকুচি উপজেলা জামায়াত, আশিকুর রহমান জুয়েল – সাধারণ সম্পাদক, বাংলাদেশ, প্রেসক্লাব, বেলকুচি শাখা, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সদস্যবৃন্দ, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা তাঁদের আলোচনায় জুলাই শহীদদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বলেন—”শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, বরং আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, মানবতা ও উন্নত সমাজ গঠনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” বক্তারা আরও বলেন— “জাতি হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব হলো শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা — যেখানে থাকবে না বৈষম্য, দুর্নীতি বা অবিচার।”

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা