আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
‘জুলাই গণঅভ্যুত্থানে’ সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে, জেলা প্রশাসনের আয়োজনে
বৃক্ষরোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি, পৌরসভার প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।