খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। আজ বুধবার, ১৬ জুলাই দুপুরে গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) জিলোন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতেই আবু সাঈদসহ সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার অন্যতম আকর্ষন ছিল শহীদদের জীবনীভিত্তিক একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শনী। এতে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের সংগ্রামী জীবন, তাদের আদর্শ এবং আত্মত্যাগের গল্প চিত্রায়িত হয়। ভিডিওটি চলাকালীন উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস জানার আগ্রহ দেখা যায়।
সভায় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের এক বেদনাময় স্মৃতি। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে শোষন, দমন ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, জাতির জন্য আত্মত্যাগকারী শহীদদের কবর অনেক জায়গায় অযত্নে পড়ে আছে। তাদের সম্মান রক্ষায় এসব কবর পাকা করে বাঁধাই করা জরুরি। এ ব্যাপারে দ্রুত সরকারি উদ্যোগ কামনা করা হয়।
আলোচনায় শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। বক্তৃতায় তাঁরা শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আবেগঘন এবং জাতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য নজির।
এই দিবসটির মাধ্যমে গলাচিপাবাসী আবারও স্মরণ করলো, আমাদের গণতান্ত্রিক অধিকার কোনো আকস্মিক ঘটনা নয়, এটি হাজারো শহীদের আত্মত্যাগের ফল।