মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার) আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১০ নভেম্বর ২০২৫ আজ সকাল ১০টায় আখাউড়া উপজেলা মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া-এর সঙ্গে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাপসী রাবেয়া। তিনি বক্তব্যে বলেন, “আখাউড়ার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আমি চাই সবাই মিলে একটি সুন্দর, স্বচ্ছ ও উন্নত আখাউড়া গড়ে তুলতে।” অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনে সফলতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিচিতি ও মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।